20 May 2025

BY- Aajtak Bangla

রাস্তায় হঠাৎ সাদা গরু দেখতে পেলে এসব ঘটবেই, কিসের ইঙ্গিত 

রাস্তা ঘাটে অনেক সময়ই গরু দেখা যায়। বিশেষত, গ্রামাঞ্চলে রাস্তায় গরু থাকেই।

গরু খুবই উপকারী। গরুর দুধ অত্যন্ত পুষ্টিকর।

আবার, হিন্দু ধর্মে গরুর আলাদা ভূমিকা রয়েছে।

অনেকেই বাড়িতে গরু পোষেন। গরুর যত্ন করেন।

জ্যোতিষ মতে, ঘরে গরু রাখা খুবই শুভ।

জ্যোতিষ মতে, গরুকে খাওয়ালে শুভ ফল পাওয়া যায়। 

আবার, রাস্তায় বেরিয়ে হঠাৎ গরু দেখতে পেলে নানা ইঙ্গিত দেয়।

রাস্তায় হঠাৎ কোনও সাদা গরুকে ঘাস খেতে দেখলে আর্থিক উন্নতি হয়।