BY- Aajtak Bangla
30 March 2024
আমরা ঘুমোনোর সময় অনেকেই স্বপ্ন দেখি।
স্বপ্নশাস্ত্র মতে, স্বপ্নে যা দেখি, তার আলাদা তাৎপর্য রয়েছে।
অনেক সময়ই আমরা স্বপ্নে মাছ দেখি। মাছের স্বপ্ন দেখা কি ভাল?
স্বপ্নশাস্ত্র মতে, মাছের স্বপ্ন দেখলে সুখলাভ হয়।
গর্ভাবস্থায় প্রথম তিন মাসে স্বপ্নে মাছ দেখলে শুভ ফল পাওয়া যায় জীবনে।
বাড়ির অ্যাকোয়ারিয়ামে রাখা মাছের স্বপ্ন দেখলে সুখবর পেতে পারেন।
স্বপ্নে একজোড়া মাছ দেখলে দাম্পত্য জীবন মধুর হয়। ।