BY- Aajtak Bangla
9 May 2025
আমাদের বাড়িতে অনেক সময়ই কাক উড়ে এসে বসে।
কাকের ডাক ছাড়া সকাল শুরু হয়ই না। চারপাশে যেসব পাখি দেখা যায়, তার মধ্যে অন্যতম হল কাক।
কাককে অনেকে অশুভ বলে মনে করেন। তাই ঘরে কাক বসলে অনেকের মনেই কু ডাকে।
জ্যোতিষ মতে, কাক নানা রকম ইঙ্গিত দেয়। জোড়া কাক দেখলে কিসের ইঙ্গিত... .
কাককে গরুর পিঠে বসে তার ঠোঁট ঘষতে দেখলে জানবেন ভাল খাবার খেতে পারেন আপনি।
কাকের মুখে শুকনো গাছের ডাল-পাতা দেখলে বুঝবেন অর্থলাভ হবে।
কাক যদি ঘরে বসে কর্কশ ভাবে দীর্ঘক্ষণ ধরে ডাকে, তা হলে সেটা অশুভ।
যদি ঘরে ২টো কাক বসে একে অপরকে কিছু খাওয়ায়, তা হলে বুঝবেন অতিথি সমাগম হবে।
অর্থাৎ, ২টি কাকের দর্শন পেলে তা শুভ ইঙ্গিত বলে মনে করা হয়। সৌভাগ্য আসে।