BY- Aajtak Bangla
29 January 2025
কাজের মাঝে চায়ে চুমুক না দিলে ঠিক চলে না। তাই রোজই অনেক কাপ চা খাই আমরা অনেকে।
আবার অনেকে সিগারেট খান। কাজের ফাঁকে বার বার ধূমপান না করলেও চলে না।
অনেকে আবার চা খেতে খেতেই সিগারেটে টান দেন। এতে তৃপ্তি আসে।
তবে জানেন কি, চায়ের সঙ্গে সিগারেট খেলে কী হয়...
ধূমপান স্বাস্থ্যের পক্ষে একেবারেই ক্ষতিকর। তাই সিগারেট না খাওয়াই ভাল। . .
বিশেষজ্ঞদের মতে, চায়ের সঙ্গে সিগারেট খেলে আরও বিপজ্জনক হতে পারে। . .
চায়ের সঙ্গে সিগারেট খেলে হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে। ব্রেনস্ট্রোক হতে পারে।
চা-সিগারেট একসঙ্গে খেলে ফুসফুসের সমস্যা হতে পারে।
চায়ের সঙ্গে সিগারেট খেলে প্রজনন ক্ষমতাতেও সমস্যা হতে পারে।