BY- Aajtak Bangla
20 April, 2025
নিজেকে শান্ত রাখুন: ভয় পাওয়াটাই স্বাভাবিক, কিন্তু চিৎকার বা হঠাৎ দৌড় দিলে বাঘের আক্রমণের সম্ভাবনা বেড়ে যায়।
চোখে চোখ রাখুন: বাঘের দিকে সরাসরি তাকিয়ে থাকুন। মুখ ঘুরিয়ে নেওয়া বা চোখ সরিয়ে নেওয়া আপনাকে দুর্বল প্রমাণ করতে পারে।
পিঠ দেখাবেন না: কখনোই বাঘের দিকে পিঠ ঘুরিয়ে হাঁটবেন না বা দৌড়াবেন না। পিঠ দেখালে শিকার ভাবতে পারে।
ধীরে ধীরে পিছিয়ে যান: ধীর পায়ে, স্থিরভাবে বাঘের দিকে তাকিয়ে থেকে ধীরে ধীরে নিরাপদ স্থানে সরে যান।
নিজেকে বড় দেখান: হাত উপরে তুলে বা ব্যাগ, জামাকাপড় ব্যবহার করে নিজেকে আরও বড় ও ভয়ানক দেখাতে চেষ্টা করুন।
চিৎকার নয়, কিন্তু গম্ভীর স্বরে কথা বলুন: একটানা শান্ত গলায় কথা বললে আপনি আত্মবিশ্বাসী ও নিয়ন্ত্রণে আছেন, এই বার্তা যায়।
সঙ্গে কিছু থাকলে ব্যবহার করুন: লাঠি, পাথর বা ব্যাগ দিয়ে বাঘকে বিভ্রান্ত করতে পারেন, আক্রমণ করলে আত্মরক্ষার কাজে লাগবে।
ফাঁকা জায়গা এড়িয়ে চলুন: জঙ্গলে চলার সময় ঘন ঝোপঝাড়, প্রাণীদের চলাচলের পথ বা জলাশয়ের কাছাকাছি সতর্ক থাকুন।