24 March, 2025
BY- Aajtak Bangla
সুখের কোনো আদর্শ সংজ্ঞা নেই। কারণ, সুখ একধরনের মানসিক অবস্থা। আজ আমরা যা যা পেয়ে নিজেকে সুখী মনে করছি, ভবিষ্যতে হয়তো সেসব পেয়েও নিজেকে অসুখী ভাবতে পারি।
ভালোবাসার চাপে থাকবেন না
দরকার হলে বারবার একই ভুল করুন
ব্যর্থ হওয়ার ভয়কে জয় করতে শিখুন
শেষ মুহূর্তে হলেও শুরু করুন
অন্যের মতামত নিরপেক্ষভাবে মূল্যায়ন
যখন জীবনে কোনো ঝড় আসে, তখন কীভাবে সেটা মোকাবিলা করছেন ভেবে দেখুন।
যেকোনো পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া এবং প্রয়োজনে নতুন পরিস্থিতি থেকে কিছু শেখার মানসিকতা থাকতে হবে।
যারা ব্যর্থতার পরেও ইতিবাচক চিন্তাভাবনা রাখেন, তারা অবশ্যই সফলতা পান। ইতিবাচক মনোভাবের লোকেরা তাদের লক্ষ্য অর্জনের জন্য সর্বদা অনুপ্রাণিত এবং উত্তেজিত থাকে।