19 April, 2024
BY- Aajtak Bangla
গরুড় পুরান হল হিন্দুদের মধ্যে একটি বহুল চর্চিত গ্রন্থ। এটি পড়লে আপনার জীবনে সফলতা আসবেই।
আপনি যদি না জেনে থাকেন তাহলে জেনে নিন কী বলা হয়েছে গরুড় পুরানে।
গড়ুর পুরানের এই ৭ কথা মাথায় রাখুন, জীবনে কখনও হারতে হবে না।
এই গ্রন্থে বলা হয়েছে আপনি যদি আপনার আচরণ সম্পর্কে সংযমী এবং সতর্ক হন থাহলে আপনাকে কেউ হারাতে পারবে না।
সুদ্ধ এবং সুন্দর বস্ত্র পরুন। গরুড় পুরান বলে যে সকল ব্যাক্তি সুদ্ধ বস্ত্র পরেন। ভাগ্য সবসময় তাদের বন্ধু হয়ে থাকবে।
রোজ সকালবেলা তুলসী গাছে জল দিন এবং পুজো করুন। তাহলে কখনও অর্থের অভাবে ভুগবেন না।
আপনাকে স্বাস্থ্য সচেতন হতে হবে। কারণ আপনার শরীর ঠিক থাকলেই আপনি ঠিকমতো কাজকর্ম করতে পারবেন।
অভ্যাস করা শিখতে হবে। ভাল জিনিসের অভ্যাস আপনাকে অন্য মাত্রায় নিয়ে জেতে পারে। তাই অভ্যাস করা থেকে পিছু হটবেন না।
আপনার যদি নিজের ধর্মের ওপর নিষ্ঠা থাকে তাহলে আপনি জীবনে এগোতে পারবেন। ধর্মকে যথাযথ সন্মান এবং পালন করুন। জীবনে সফল হবেন।