19 NOV, 2024
BY- Aajtak Bangla
আবদুল কালাম শুধুমাত্র বিজ্ঞানী নন, তিনি দূরদর্শী। তাঁর পাণ্ডিত্য ও দূরদর্শিতাও প্রশংসনীয়।
শিক্ষা, নৈতিকতা ও যুবদের পথপ্রদর্শন করে গিয়েছেন। তাঁর বক্তব্য আজও মানুষকে অনুপ্রেরণা দেয়।
কীভাবে লক্ষ্য হাসিল করা যায় জীবনে, তার জন্য পথ বাতলে গিয়েছেন কালাম।
জীবনে বড় লক্ষ্য রাখা- সবসময় বড় লক্ষ্যের জন্য নিজেকেই উৎসাহ দিন। তাহলেই জীবনে সাফল্য পাবেন।
সাফল্যের জন্য যা দরকার- সাফল্য পেতে চাই বড় লক্ষ্য না হলে সাফল্য মেলে না। সেজন্য দরকার জীবনে শৃঙ্খলা ও নিষ্ঠাবোধ। লক্ষ্যের প্রতি নিবেদিত মন।
চ্যালেঞ্জেই সুযোগ- বাধা আসলে হারতে নেই। কালাম বলেছেন, চ্যালেঞ্জিং পরিস্থিতিতেই তৈরি হয় সুযোগ।
শেখার চেষ্টা- শেখার চেষ্টা ছাড়লে চলবে না। সাফল্য পেতে নতুন নতুন জিনিস শিখে চলতে হবে, বলছেন কালাম।
শিক্ষার ধরন- শুধু পুঁথিগত শিক্ষা নয়। কালামের মতে, নিজের কাজের বিষয়ে শিক্ষা, প্রযুক্তি শিক্ষা। শিক্ষা মানুষকে মুক্তমনা করে। ভাবনাচিন্তা স্পষ্ট হয়।
পরিশ্রম- পরিশ্রমের কোনও বিকল্প হয় না বলে মত কালামের। তাঁর কথায়, পরিশ্রম করে চলতে হবে।
ধৈর্য- জীবনে বাধা আসবেই। কিন্তু ধৈর্য ধরলে সেই বাধা কাটানো যায়। নিজের লক্ষ্যের প্রতি ফোকাস থাকুন। সব বাধা সরে যাবে।