BY- Aajtak Bangla
25 May, 2024
প্রত্যেকেই চায় কালো, ঘন ও লম্বা চুল। কিন্তু খারাপ জীবন যাত্রা ও অনিয়ন্ত্রিত খাওয়া-দাওয়ার জন্য চুলের বারোটা বাজে।
প্রায়ই চুল ঝরতে ঝরতে খুবই পাতলা হয়ে যায়। তবে এই পাতলা চুলকে ঘন করার জন্য কিছু উপায় করতে পারেন।
ঘরোয়া এই উপায় মানলে কিছুদিনের মধ্যেই পাবেন ঘন কালো চুল। তাহলে দেখে নিন সেগুলো কী কী।
ভিটামিন সি সমৃদ্ধ আমলা চুলের জন্য খুবই উপকারী। তাই রোজ আমলা খেলে চুল ও ত্বক ২টোই ভাল থাকে।
চুলে আমলা ও লেবুর রস মিশিয়ে মাখলে তা চুলকে ভাল ও ঘন করে। এটা মাথায় মেখে কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।
মেথিও চুলের জন্য খুবই ভাল। মেথি সারারাত ভিজিয়ে সকালে বেটে চুলে লাগিয়ে নিন। আধঘণ্টা মতো রেখে তুল ধুয়ে নিন।
মেথি চুলকে পুষ্টি জোগাবে এবং চুল পড়া কমাবে। এটা সপ্তাহে ২ বার করতে পারেন।
স্বাস্থ্যকর চুলের জন্য নারকেল তেল ও কারিপাতাও দারুণ কার্যকর। এরজন্য নারকেল তেল ও কারিপাতা ফুটিয়ে নিন। কারিপাতা যেন কাল হয়ে যায়।
এই তেল হালকা ঠান্ডা হলেই চুলে লাগিয়ে ফেলুন। এক-দেড় ঘণ্টা পর চুল ধুয়ে নিন। এতে কাল ঘন মজবুত চুল পাবেন।