BY- Aajtak Bangla

রুদ্রাক্ষ পরলে এসব উপকার হয়, জানুন

3 July 2025

রুদ্রাক্ষ অত্যন্ত পবিত্র। পুরাণ মতে, শিবের অশ্রু মাটিতে পড়ার পরই তা থেকে রুদ্রাক্ষ গাছ হয়। তাই এটি শুভ। 

রুদ্রাক্ষ

জ্যোতিষ শাস্ত্র মতে, রুদ্রাক্ষ ধারণ করলে বিশাল উপকার পাওয়া যায়।

উপকার

শাস্ত্র মতে, রুদ্রাক্ষ ধারণ করলে সব পাপ থেকে মুক্তি পাওয়া যায়।

পাপ মুক্তি

রুদ্রাক্ষ ধারণ করলে সুখ-শান্তি বজায় থাকে। উচ্চরক্তচাপের সমস্যা কমে।

সুখ-শান্তিু

রুদ্রাক্ষের এত উপকার থাকা সত্ত্বেও সকলে এটা ধারণ করতে পারবেন না। কারা ভুলেও রুদ্রাক্ষ ধারণ করবেন না, জানুন...

সকলের জন্য নয়

যাঁরা আমিষ খাবার খান, তাঁরা রুদ্রাক্ষ ধারণ থেকে বিরত থাকুন।

আমিষ খাবার

শাস্ত্র মতে, গর্ভবতী মহিলাদের রুদ্রাক্ষ ধারণ করা ঠিক নয়।

গর্ভবতী