এই ৩ অক্ষর দিয়ে নাম শুরু যাঁদের তারাই সবচেয়ে বুদ্ধিমান
ছেলে হোক বা মেয়ে, সবচেয়ে বড় পরিচয় তার নাম। একজন একজনের নামের অর্থ এক একরকম হয়ে থাকে। তবে নামের সেই অর্থ দিয়েও ভাগ্য নির্ধারিত হয়।
জ্যোতিষ মতে, নাম ও তার অর্থ দিয়ে একজন মানুষের জীবন প্রভাবিত হয়। সে কতটা বুদ্ধিমান, ভাগ্যবান হবে, ইত্যাদি নির্ভর করে নামের উপরও।
বুদ্ধি প্রত্যেকটি মানুষের থাকে। কারও বেশি, কারও কম। তবে জ্যোতিষ মতে, নাম ঠিক করে দেয় আপনি কতটা বুদ্ধিমান।
জ্যোতিষ মতে, দ বা D, হ বা H এবং ট বা T দিয়ে যাদের নাম শুরু হয় তারা সবথেকে বেশি বুদ্ধিমান হয়ে থাকেন।
D বা দ দিয়ে যাদের নাম শুরু হয় তারা খুব বুদ্ধিমান হয়ে থাকে। এরা জেদী এবং পরিশ্রমী হয়ে থাকে। তবে এদের কোনও অহংকার থাকে না। কাজে বিশ্বাসী হয়ে থাকে।
ডি বা দ দিয়ে যাদের নাম শুরু হয় তারা সব সময় নতুন কিছু করার চেষ্টা করে। ফলে সাফল্য পায়। এরা জীবনে রিস্ক নেয় ঠিকই তবে সামলেও নিতে পারে।
ট বা T দিয়ে যাদের নাম শুরু হয় তারা খুব বুদ্ধিমান ও চালাক। এরা প্রশাসনিক, রাজনীতিক কাজে সাফল্য পান। নেতৃত্ব গুণ থাকে এই সব মানুষের।
ট দিয়ে যাদের নাম শুরু হয় তারা খুব সাবধানী থাকে। যশ, প্রতিপত্তি এদের কাছে সব সময় থাকে। এদের বিশেষ গুণ হল পরোকারী হয়ে থাকে এই অক্ষর দিয়ে নাম শুরু হওয়া ব্যক্তিরা।
H বা হ দিয়ে যাদের নাম শুরু হয় তারা যে কোনও কাজে সাফল্য পেয়ে থাকেন। তবে এরা নিজের দিকটি বেশি ভালো বোঝেন। নিজের ভালো করার চেষ্টায় অন্যদের ক্ষতি করতেও পিছপা হন না।