BY- Aajtak Bangla

ঘনিষ্ঠ হতে চান না স্ত্রী? খেলা ঘোরান এভাবে, ছেলেরা মাথায় রাখুন

20 FEB 2025

স্বামী ও স্ত্রীর সম্পর্ক নানা খাতে বয়। এই সম্পর্কে মানসিক বন্ধন খুবই জরুরি।

সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, শুধু মনের মিল নয়, শারীরিক ঘনিষ্ঠতাও সম্পর্কের বাঁধন মজবুত করে।

অনেক সময়ই দেখা যায়, স্ত্রীরা ঘনিষ্ঠ হতে চান না, তখন অনেক পুরুষই হতাশ হন। দাম্পত্য ভাঁটা আসে।

স্ত্রী ঘনিষ্ঠ হতে না চাইলে কীভাবে তাঁর মন বদলাবেন, সে ব্যাপারে বিশেষ পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা...

পুরুষদের নিজের চাহিদার কথা স্ত্রীদের খোলাখুলি জানানো উচিত। স্ত্রীর সঙ্গে কথা বললে, তাঁর মনের গভীরে প্রবেশ করলে স্ত্রীরা ঘনিষ্ঠ হতে চাইবেন।

সম্পর্কের একঘেয়েমি দূর করতে হবে। দাম্পত্য উষ্ণতা ফেরাতে স্ত্রীর সঙ্গে একান্তে সময় কাটান ছেলেরা।

 সংসারে অনেক চাপ থাকে। সেই চাপের প্রভাব যাতে দাম্পত্যে না পড়ে, তার জন্য খেয়াল রাখুন।

স্ত্রীকে রোজ নতুন নতুন করে আরও ভালবাসুন। ভালবাসায় ভরিয়ে দিন। তা হলে দেখবেন স্ত্রী ঘনিষ্ঠ হচ্ছেন। 

মাঝেমধ্যে স্ত্রীকে নিয়ে ঘুরতে যান, এতে স্ত্রীর মুড ভাল হবে।