BY- Aajtak Bangla

গড়ের মাঠের মতো মাথায় চুল গজাবে হু হু করে! পুজোর আগে টাক ভর্তি চুলের টিপস     

26 SEPTEMBER, 2024

মানসিক উদ্বেগ, যত্নের অভাব, অনিয়ম ইত্যাদি কারণে অত্যাধিক  চুল উঠে টাক পড়ার সমস্যায় ভোগেন বহু মানুষ।  

আপনিও কি চুল পড়ে যাওয়ার কারণে অস্বস্তিতে ভোগেন? তাহলে এবার থেকে উল্টোটা ভাবুন। 

চিন্তা ভুলে, কীভাবে মাথায় চুল গজাবেন সেই কথা ভাবুন। 

বাজার থেকে জিনিস কেনার আর দরকার নেই। বাড়িতে তৈরি কিছু জিনিস ব্যবহারেই কমবে চুল পড়া। 

 মাথায় চুল না থাকলে তেল মাখতে অনেকেরই অস্বস্তি হয়। কিন্তু, মাথায় তেল মাখলেই গজিয়ে উঠবে চুল। 

অ্যালোভেরা থেকে জেল বার করে মাথায় লাগিয়ে ধুয়ে নিন। এতে অনেক উপকার পাবেন। 

ওমেগা ফ্যাটি অ্যাসিড ক্যাপসুল কিনে সপ্তাহে ৩-৪ দিন মাথায় লাগান। ধীরে ধীরে চুল গজাতে শুরু করবে মাথায়।

চুল পড়া আটকাতে ব্যবহার করতে পারেন পেঁয়াজের রস। 

নারকেল তেলের সঙ্গে লেবুর রস মিশিয়ে মিশ্রণ একটি বানিয়ে নিন। শ্যাম্পু করার আগে এই মিশ্রণটি নিয়মিত মাথায় মাখতে থাকুন, উপকার পাবেন।