18 Oct, 2024

BY- Aajtak Bangla

এক কাপ চায়ে দুটো গোলমরিচ, হারানো যৌবন ফিরে আসবে

দুধ কিংবা লিকার চা নয়, সকাল থেকে রাত চুমুক দেন গ্রিন টিতে। গ্রিন টি-র প্রতি প্রেম আছে অনেকেরই। 

ওজন নিয়ন্ত্রণে রাখতে গ্রিন টি জনপ্রিয়। তা ছাড়া এই চায়ের বহু স্বাস্থ্যগুণ। শরীরে জমে থাকা টক্সিন বাইরে বার করে দিতেও এর জুড়ি মেলা ভার। 

তবে পুষ্টিবিদরা জানাচ্ছেন, গ্রিন টি আরও স্বাস্থ্যকর হয়ে উঠতে পারে, যদি এতে মেশান গোলমরিচের গুঁড়ো। 

গোলমরিচে থাকা ‘পিপারিন’ শরীরে পুষ্টিগুণ এবং ‘ফাইটোকেমিক্যালস’ শোষণে সাহায্য করে। গোলমরিচের অ্যান্টিঅক্সিড্যান্ট উপাদান শরীরে দূষিত পদার্থ জমতে দেয় না। 

শরীরের ‘অক্সিডেটিভ’ স্ট্রেস কমায় এবং গোলমরিচ ঝুঁকি কমায় ক্যানসারেরও। গোলমরিচের স্বাস্থ্যগুণের তালিকা দীর্ঘ। এই উপকারী উপাদানটি গ্রিন টি-এ মিশিয়ে খেলে কী সুফল পাওয়া যাবে?

গ্যাস-অম্বলের সমস্যা থেকে মুক্তি পেতেও গ্রিন টি-এ গোলমরিচ মিশিয়ে খেতে পারেন। শ্বাসজনিত সমস্যা থাকলেও গ্রিন টি আর গোলমরিচের জুটি অন্যতম দাওয়াই হতে পারে। 

আবহাওয়া বদলানোর সময় সর্দিকাশি, ঠান্ডা লাগা, জ্বর লেগেই রয়েছে। 

ব্রঙ্কাইটিস, সাইনাস থেকে সুস্থ হতে গোলমরিচ এবং গ্রিন টি-এর জুটি সত্যিই কার্যকরী। 

স্নায়ুর রোগের ঝুঁকি এড়াতেও গ্রিন টি-এর সঙ্গে গোলমরিচ খেতে পারেন। 

বিভিন্ন গবেষণা জানাচ্ছে, অ্যালঝাইমার্স-এর ঝুঁকি কমাতেও গ্রিন টি আর গোলমরিচ ভাল দাওয়াই।