April 20, 2024
BY- Aajtak Bangla
গীতার এই নীতিগুলি মেনে চললেই আপনি সহজে সুখী হতে পারবেন।
ধর্মীয় গ্রন্থের মধ্যে গীতা হল প্রধান ও অন্যতম। গীতা শুধু পড়লে মানসিক শান্তি মেলে তাই নয় জীবনের দুঃখগুলি কিভাবে জয় করা যায় সেই পথও জানা যায়।
ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধক্ষেত্রে অর্জুনকে যে জ্ঞান দিয়েছিলেন তা গীতায় নিহিত রয়েছে।
গীতায় ভগবান শ্রীকৃষ্ণ জীবনে খুশী থাকার সহজ কিছু উপায় বলে গেছেন।
সেই উপায়গুলো কী কী তা জেনে নিন।
ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনে সুখী থাকতে চাইলে সমালোচনা থেকে দূরে থাকতে হবে। সব সময় খেয়াল রাখবেন কখনও কারো সমালোচনা করবেন না।
খুব সহজ উপায়ে খুশি থাকতে চাইলে শ্রীকৃষ্ণ বলছেন, কখনও নিজের সঙ্গে অন্যের তুলনা করবেন না। আপনি যেমন তেমনভাবে নিজেকে গ্রহণ করতে শিখুন।
আপনার যদি অভিযোগ করার প্রবণতা থাকে, তাহলে আজ থেকেই সেই অভ্যাস ত্যাগ করুন। তাহলে সহজেই আপনি সুখী হতে পারবেন এমনটাই গীতায় বলেছেন শ্রীকৃষ্ণ।
যদি জীবনে আপনি সুখী হতে চান তাহলে অতীতকে নিজের সঙ্গে বহন করা বন্ধ করুন।
অতীতকে কখনও বদলানো যায় না, তাই অতীতের কথা না ভেবে জীবনে সামনের দিকে এগিয়ে চলুন।