BY- Aajtak Bangla

১০০ টাকার খাবার পৌঁছে একজন ডেলিভারি বয় কত রোজগার করেন?  

30 Jan, 2025 

বাড়িতে হয়তো সব্জি ফুরিয়ে গেছে বা মুদিখানার জিনিস। সেই জিনিস কেনার জন্য আপনাকে আর বাজার বা দোকানে যেতে হয় না।

অনলাইনে অর্ডার করলে কিছুক্ষণের মধ্যেই সেই জিনিস আপনার বাড়িতে পৌঁছে দেয় ডেলিভারি বয়। এই ডেলিভারি বয়দের উপার্জন কেমন? আসুন জানি। 

নয়ডার সেক্টর ফোরের এক ডেলিভারি বয় জানালেন, রাইডাররা তেমন উপার্জন করেন না। দিনে ৩৫-৪০টি রাইড তাঁরা পান। 

এক কিলোমিটারের যাত্রায় একজন ডেলিভারি বয়ের অ্যাকাউন্টে ১০ থেকে ১৫ টাকা আসে। .

কখনও এই টাকা বাড়ে আবার কখনও কমে। গড়ে কিলোমিটার প্রতি একজন ডেলিভারি বয় পান ৯ টাকা মতো। 

শিবম জানান, কাস্টমার ৫০ বা ৫০০ টাকা, যে পরিমান ডেলিভারি করুন না কেন, ডেলিভারি বয় কিলোমিটার অনুযায়ী টাকা পায়।

অনলাইন গ্রোসারি ডেলিভারি অ্যাপে যোগ দিতে তাঁকে কোম্পানির অ্যাপে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এর জন্য আধার কার্ড এবং আর একটি পরিচয়পত্র দিতে হবে। ।  

সমস্ত বিবরণ পূরণ করে কোম্পানিতে পাঠানোর পর ডেলিভারি বয়রা কাজ পেতে শুরু করে। তবে একজন ডেলিভারি বয়কে নিজেই গাড়ির ব্যবস্থা করতে হবে।

অন্য চাকরিতে উৎসবের সময় বোনাস থাকলেও ডেলিভারি বয়দের কোনও বোনাস থাকে না। তাদের যে রকম কাজ করে সেই অনুযায়ী টাকা পায়।

ডেলিভারির সময় কোনও জিনিস হারিয়ে গেলে তার দায় ডেলিভারি বয়ের ওপর বর্তায়।