BY- Aajtak Bangla
20 April, 2025
ছেলেদের সবারই একটা দারুণ কুল বাইকের স্বপ্ন থাকে।
কিন্তু বাধা হয়ে দাঁড়ায় বাজেট। একটি প্রিমিয়াম বাইকের দাম এন্ট্রি লেভেল চারচাকার থেকেও বেশি। মধ্যবিত্তের পক্ষে এত টাকা খরচ করা মুশকিল।
তবে আজকাল ভারতে তুলনামূলক কম বাজেটেও বেশ কিছু প্রিমিয়াম ফিল ও লুকের বাইক পাওয়া যায়।
ফলে কিছুটা হলেও সাধ্যের মধ্যে শখ পূরণ করতে পারেন।
রয়েল এনফিল্ড হান্টার 350 (Royal Enfield Hunter 350। ক্লাসিক ব্রিটিশ লুক ও আধুনিক ফিচার। 349cc সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন। মেট্রো ভ্যারিয়েন্ট কিছুটা বেশি দামি, কিন্তু বেসিক ভ্যারিয়েন্ট ২ লক্ষের মধ্যে। দাম: ₹1.49 লক্ষ (বেস ভ্যারিয়েন্ট)
জাওয়া 42 (Jawa 42)। স্টাইল ও পারফরম্যান্সের সংমিশ্রণ। 293cc লিকুইড কুলড ইঞ্জিন। হাইওয়ে রাইডিংয়ের জন্য আদর্শ। এক্স-শোরুম মূল্য ₹1.98 লক্ষ (বেস মডেল)
TVS Ronin। রেট্রো ও মডার্ন হাইব্রিড ডিজাইন। 225.9cc ইঞ্জিন। আরবান রাইড ও ওয়েকেন্ড ট্রিপ দুইয়ের জন্যই উপযুক্ত। দাম শুরু ₹1.49 লক্ষ থেকে
হোন্ডা H’ness CB350 (DLX ভ্যারিয়েন্ট)। হোন্ডার রেট্রো ক্রুজার। 348cc ইঞ্জিন। স্মুদ রাইডিং ও লং-ডিস্ট্যান্সের জন্য জনপ্রিয়। DLX ভ্যারিয়েন্ট ₹1.99 লক্ষ-এর মধ্যে পাওয়া যায়
Royal Enfield Interceptor 650: এই লিস্টের সবচেয়ে দামি বাইক। কন্টিনেন্টাল জিটি আর এই বাইকের একই পাওয়ারট্রেইন। দাম ৩.০৩ লক্ষ টাকা(এক্স-শোরুম)।