17 june, 2023
BY- Aajtak Bangla
শিশুর 'ইউনিক' কোনও নাম কী রাখতে পারেন? রইল
বাড়িতে কোনও বাচ্চা জন্ম নিলে তার নাম কী হবে তা নিয়ে বেশ চিন্তায় থাকেন অভিভাবকরা। যথেষ্ট বিবেচনা করে সিদ্ধান্ত নেন তাঁরা।
নিজের ছেলে বা মেয়ের জন্যে একটি সুন্দর এবং অর্থবহ নামের সন্ধান করেন তাঁরা। কারণ নামই হল যে কোনও মানুষের প্রথম পরিচয়।
এখনকার মা-বাবারা সন্তানদের আধুনিক নাম রাখতে পছন্দ করেন। তবে কখনও কখনও হিন্দু দেবদেবিদের নামের সঙ্গেও মিল রাখতে চান।
আজ আমরা আপনাদের সেরকমই কিছু নাম নিয়ে জানাবো। যার থেকে আপনিও আপনার বাচ্চার নাম ঠিক করতে পারেন।
আরভ
আরভ নামের অর্থ হল শান্ত। ভগবান বিষ্ণুর সপ্তম অবতারের নাম আরভ।
ঈশানী
ঈশানীর অর্থ হল দেবী। শিবের স্ত্রী পার্বতীর নাম থেকে অনুপ্রাণিত।
আনিয়া
দেবী দুর্গার নামের থেকে অনুপ্রাণিত এই নাম। এর অর্থ করুণাময়, অবিনশ্বর এবং সীমাহীন।
বিভান
বিভান নামের অর্থ হল জীবন্ত। এটা বিষ্ণুর অবতার। ভগবান কৃষ্ণর থেকে অনুপ্রাণিত।
রিয়ান
রিয়ান-এর অর্থ হল পবিত্র। এই নাম ভগবান গনেশ থেকে অনুপ্রাণিত।
সানভি
সানভি নামের অর্থ হল জ্ঞান। বিদ্যার দেবী সরস্বতীর নাম থেকে অনুপ্রাণিত
অর্জুন
অর্জুন নামের অর্থ হল উজ্জ্বল। মহাভারতে কুন্তীর পুত্র ছিলেন অর্জুন। সেখান থেকেই অনুপ্রাণিত এই নাম।
Related Stories
মাত্র ২ জিনিসেই হবে লক্ষ্মী পুজোর খইয়ের মোয়া, সেরা কায়দা জানুন
তেল ছাড়াই হবে চটপটা লেবুর আচার, সহজ রেসিপি
পাঁচফোড়নে কোন কোন মশলা আছে? অভিজ্ঞ রাঁধুনিরাও জানেন না
লেবুর রস ঘষুন এভাবে, চুলের তলার চামড়া থেকে খুসকি গায়েব