BY- Aajtak Bangla
01 AUGUST, 2024
রান্নাঘরে এমন অনেক মশলা রয়েছে যা, শিকড় থেকে নানা রোগ নির্মূল করতে পারে।
প্রতিদিন এই মশলার সঠিক ব্যবহার স্বাস্থ্যের জন্য অনেক উপকারী।
মশলার ব্যবহার শুধু খাবারের স্বাদই দ্বিগুণ করে না, এর মধ্যে রয়েছে অনেক পুষ্টি উপাদান।
পাঁচ মশলা রয়েছে, যা ব্যবহার করলে হৃদরোগ সহ নানা রোগ থেকে মুক্তি মেলে।
হৃদরোগের সবচেয়ে বড় কারণ কোলেস্টেরল। ডায়েটে রসুন রাখলে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ সম্ভব।
অ্যান্টি-অক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্যে সমৃদ্ধ হলুদও রক্তের কোলেস্টেরলের মাত্রা কমাতে সহায়ক।
গোলমরিচ কার্ডিওপ্রোটেক্টিভ অ্যাকশন সক্রিয় করতে কাজ করে। এটি হার্টের কাজ উন্নত করে।
দারুচিনি খেলে রক্ত চলাচল ভাল হয়। যার কারণে রক্ত জমাট বাঁধার ঝুঁকি অনেকটাই কমে যায়।
ধনে বীজে ভাল পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট থাকে। এতে উপস্থিত উপাদান হৃদপিন্ডকে ফ্রি র্যাডিক্যাল থেকে রক্ষা করে।