29 June, 2025

BY- Aajtak Bangla

চলন্ত ট্রেনে অসুস্থতার কারণে যাত্রীর মৃত্যু হলে কি ক্ষতিপূরণ দেয় রেল?

ভারতীয় রেল সস্তার পরিবহণ। গাঁ-গঞ্জ থেকে শহরতলি-শহরের যোগাযোগ রাখে।

লাইফ লাইন

দুর্ঘটনা ঘটলে যাত্রীদের ক্ষতিপূরণ দেয় রেল। কিন্তু অসুস্থতার জেরে মৃত্যু হলেও কি মেলে?

রেলের নিয়ম

সব বিষয়েই রেলের নির্দিষ্ট রয়েছে। যাত্রী স্বাচ্ছন্দ্য যার মধ্যে অন্যতম।

যাত্রী স্বাচ্ছন্দ্য

ট্রেনে অসুস্থতার কারণে কোনও যাত্রীর মৃত্যু হলে কী হয়? অনেকেই নিয়মটা জানেন না।

মৃত্যু হলে?

অনেক সময় রেল দুর্ঘটনা ঘটে বা ট্রেন লাইনচ্যুত হয়ে দুর্ঘটনা ঘটলে মারা যায় যাত্রী। সেক্ষেত্রে ক্ষতিপূরণ দেয় রেল।

দুর্ঘটনায় ক্ষতিপূরণ

ট্রেনে ভ্রমণের সময় কারওর স্বাভাবিক মৃত্যু হলে রেল কি ক্ষতিপূরণ দেয়?

স্বাভাবিক মৃত্যু?

রেলের নিয়মে বলা হয়েছে, রেলের ভুলের কারণে কারও মৃত্যু হলেই ক্ষতিপূরণ দেওয়া হয়।

রেলের ভুল

কিন্তু ট্রেন ভ্রমণের সময় যদি কোনও রোগের কারণে যাত্রীর মৃত্যু হলে রেল ক্ষতিপূরণ দেয় না।

ক্ষতিপূরণ নয়

রেলের গাফিলতি ছাড়া কোনও যাত্রীর মৃত্যু হলে ক্ষতিপূরণ মেলে না। 

রেলের গাফিলতি

তবে কোনও রেলকর্মীর মৃত্যু হলে ক্ষতিপূরণ দেওয়া হয়।

রেলকর্মীর মৃত্যু