BY- Aajtak Bangla

ভারতীয়রা কোন দেশের মদ সবথেকে বেশি খায় জানেন?

16th September, 2024

সব দেশের মানুষেরই কমবেশি মদ-প্রীতি রয়েছে। ভারতীয়রাও তার ব্যতিক্রম নয়।

এক এক জন এক একটা ব্র্যান্ডের মদ্যপান করেন। কেউ খান দামি আবার কেউ সস্তা।

ভারতে নানা দেশ থেকে মদ আসে। বিশ্বের বিভিন্ন প্রান্তের মদ পাওয়া যায় ভারতে।

ভারতে সব থেকে বেশি বিক্রি হয় অ্যামেরিকার মদ। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের মদ সবথেকে বেশি খান ভারতীয়রা। 

বেলজিয়ামও আছে তালিকায়। মদ বিক্রির দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে এই দেশ।

এরপর রয়েছে ফ্রান্স। ফ্রান্সের মদও পছন্দ করে ভারতীয়রা। চতুর্থ স্থানে রয়েছে এই দেশ।

এই তালিকার পঞ্চম স্থানে রয়েছে সিঙ্গাপুর। সেদেশ থেকেও ভারতে মদ আসে বহুল পরিমানে। 

এই তথ্য সামনে এসেছিল ২০২১-২১ সালে। সেই বছরই জানা যায় কোন দেশের মদ বেশি চলে ভারতে। 

সমীক্ষায় এও দেখা যায়, ভারতে সবথেকে বেশি বিক্রি হয় হুইস্কি ও বিয়ার। এই দুটোর বাজারই সবথেকে ভালো।