BY- Aajtak Bangla

বসে বসে পা দোলান, কীসের ইঙ্গিত জানেন?

19 March 2025

অনেককে বসে বসে পা দোলাতে দেখা যায়। ছোটোরা বাড়িতে পা দোলালে বড়রা বারণ করেন। 

বড়দের কথা শুনে আমরা পা দোলানো বন্ধ করে দিই। কিন্তু কেন পা দোলানো বন্ধ করতে বললেন বড়রা, তার কারণ আমরা জিজ্ঞাসা করি না।

আসুন জেনে নিই কেন বসে বসে পা দোলানো উচিত নয়? এর নেপথ্যে একাধিক কারণ আছে। 

হিন্দু ধর্ম অনুসারে এক জায়গায় বসে বসে পা দোলালে বাড়ি থেকে মা লক্ষ্মী পালান। বাড়িতে সমস্যা তৈরি হয়।  

পা দোলালে বাড়িতে নেগেটিভ এনার্জি বাড়তে থাকে। যে কাজ হওযার কথা তা হয় না। 

পা দোলালে সাংসারিক অশান্তি হয়। খুব ছোটো ছোটো বিষয়ে ঝগড়া লেগে যায়। 

আবার পা দোলানোকে অনেকে নার্ভের সমস্যা বলেও মনে করেন। মানসিক অস্থিরতা থাকলে পা দোলাতে থাকে অনেকে।

পা দোলানো মানসিক রোগের লক্ষণ বলে মনে করা হয়। এর অর্থ হল আপনি কোনও সিদ্ধান্ত নিতে হন না। 

চিকিৎসা বিজ্ঞানের মতে, এটা একটা নিউরোলজিক্যাল সমস্যা। ডাক্তাররা তাই একে অবহেলা করতে বারণ করেন।