15 OCTOBER, 2024

BY- Aajtak Bangla

বাড়িতে একটা হলেও ইনডোর প্ল্যান্ট রাখা উচিত, কেন জানেন?

বাড়িতে ইনডোর প্ল্যান্ট রাখা উচিত। সেটা একটা হলেও। ইনডোর প্ল্যান্ট না রাখা ক্ষতিকারক।

বর্তমানে প্রত্যেকের বাড়িতেই কমবেশি এসি, ফ্রিজ, মাইক্রোওভেন, কিচেন চিমনি, ইন্ডাকশন থাকে।

এই সব যন্ত্র থেকে অ্যামোনিয়া, কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইন নির্গত হয়।

বিশেষ করে অ্যামোনিয়া ও কার্বন ডাই অক্সাইড মানুষের শরীরের জন্য খুব ক্ষতিকারক। 

বাড়িতে থাকার কারণে এই গ্যাসগুলোর জন্য মাঝে মাঝে চোখে জ্বালা করে, মাথা ধরে।

কিন্তু ইনডোর প্ল্যান্ট বাড়িতে লাগালে তা কার্বন ডাই অক্সাইড শোষণ করে নেয় ও অক্সিজেন ত্যাগ করে। 

তাই আজকাল কার দিনে প্রত্যেকের বাড়িতে অবশ্যই ইনডোর প্ল্যান্ট রাখা উচিত। 

নানা রকমের ইনডোর প্ল্যান্ট বাড়িতে রাখতে পারেন। তবে এদের মধ্যে সবথেকে ভালো ইনডোর প্ল্যান্ট হল তুলসী।

এছাড়াও স্নেক প্ল্যান্ট, লাকি ব্যাম্বু, মানি প্ল্যান্ট, অ্য়ালোভেরা, রবার প্ল্যান্ট বা যে কোনও পাতা বাহার গাছ বাড়িতে রাখতে পারেন।