BY- Aajtak Bangla

 শীতে বাড়ির গাছের যত্ন নিন এভাবে, থাকবে সতেজ- সবুজ

22 DECEMBER, 2023

শীতকাল এলেই উদ্ভিতপ্রেমীদের কপালে চিন্তার ভাঁজ পড়ে। অকালেই মরে যায় অনেক গাছ। বেঁচে থাকলেও পাতা ঝরে যায়। 

এই শীতে কীভাবে ইনডোর প্ল্যান্টের যত্ন নেবেন? রইল বিশেষ টিপস...

শীতে ইনডোর প্ল্যান্ট ভাল রাখতে এই কাজগুলো করতে পারেন। 

সম্ভব হলে রাতে গাছপালা বারান্দায় না রেখে, ঘরের ভেতরে নিয়ে আসুন। তাপমাত্রার হঠাৎ পরিবর্তন হলেও গাছের ওপর তা প্রভাব ফেলবে না।

শীতকালে গাছে জল দেওয়ার ব্যাপারে সতর্ক থাকুন। মাটি ভেজা কি না পরীক্ষা করে দেখুন। নয়তো বেশি জলে সেটিতে পচন ধরতে পারে।

রোজ সকালে মৃত ডালপালা ও পাতা সরিয়ে ছেঁটে ফেলুন। নিয়মিত গাছের ডালপালা ছেঁটে ফেললে গাছের বৃদ্ধিও বাড়ে।

বছরের বাকি সময় গাছের জন্য ক্ষতিকর হলেও শীতকালে গাছক একত্রে রাখলে বেশ উপকার পাওয়া সম্ভব।

ঘরের ভেতরে থাকা গাছগুলোকে জানালার যত কাছাকাছি সম্ভব, নিয়ে যান। এতে গাছ পর্যাপ্ত সূর্যের আলো পাবে। প্রতিদিন একটু করে গাছের টব ঘুরিয়ে দিন।