24th August, 2024
BY- Aajtak Bangla
শিশুদের ওপর যৌন নির্যাতনের সংখ্যা উদ্বেগজনকহারে বেড়ে চলেছে। এক্ষেত্রে নির্যাতনের শিকার হচ্ছে দশ বছরের কম বয়সীরা।
ছেলে-মেয়ে উভয় শিশুই এই নির্যাতনের শিকার হন। তাই শিশুদের ব্যাড টাচ সম্পর্কে জানানো খুব জরুরি।
ছেলে ও মেয়ে উভয় শিশুকেই শরীরের প্রতিটি অঙ্গের সঙ্গে পরিচয় করান। তাদের শরীর সম্পর্কে ধারণা দিন।
শিশুকে তার ব্যক্তিগত অঙ্গ সম্পর্কে ধারণা দেন এবং এসব অংশে যেন কেউ স্পর্শ করতে না পারে সেটা বুঝিয়ে বলুন। একই সঙ্গে এটাও বলতে হবে যে সে যেন অন্য কারও ব্যক্তিগত অংশে স্পর্শ না করে।
মেয়ে শিশুদের কোথায় কোথায় টাচ বা স্পর্শ করা যায় না সে সম্পর্কে শিক্ষা দিন। প্রয়োজনে ইউটিউব দেখিয়ে বোঝান। ।
কোনটা ভাল এবং কোনটা খারাপ স্পর্শ, সেটা শিশুদের বুঝিয়ে বলুন।
ভুল বা মিথ্যা তথ্য শিশুকে ভুল পথে নিয়ে যেতে পারে। কিংবা অন্য কোনো অনিরাপদ উৎস থেকে সে যেন ভুল তথ্য পেয়ে না যায়, সেটা খেয়াল রাখতে হবে।
কেন অনুমতি ছাড়া অন্যের শরীর স্পর্শ করা যাবে না সেটা ছেলে সন্তানকে বুঝিয়ে দেওয়ার পাশাপাশি তার শরীরের কোন অঙ্গ তার অনুমতি ছাড়া অন্য কেউ স্পর্শ করতে পারবে না সেটাও শেখাতে হবে।
ছেলে বা মেয়ে কারোর সঙ্গে এই ধরনের ঘটনা ঘটলে তারা যেন বাড়িতে সেটা জানায়, সেই সম্পর্কেও তাদের বোঝানো দরকার।