25 September,, 2024
BY- Aajtak Bangla
বুক পকেটে পেন রাখার অভ্যেস রয়েছে অনেকেরই। সাদা জামায় অনেকসময় এই কারণেই কালি লেগে যায়। কী ভাবে তুলবেন সেই জেদি দাগ? জেনে নিন সহজ উপায়।
কেবল ঝকঝকে দাঁতের জন্যই না, পোশাকের দাগ তুলে চকচকে করতেও টুথপেস্ট ভীষণ কার্যকরী। পোশাক থেকে কালির দাগ তুলে ফেলতে অল্প পরিমাণে নন-জেল টুথপেস্ট ব্যবহার করতে পারেন।
দাগের ওপর অল্প পরিমাণ টুথপেস্ট লাগিয়ে নিন এবং কাপড়টি ভালোভাবে ঘষতে থাকুন। যদি দাগ উঠতে শুরু করে তাহলে এটির পুনরাবৃত্তি করতে পারেন পুরোপুরি দাগ না ওঠা পর্যন্ত।
শুধু নেলপালিশ নয়, রিমুভার দিয়ে পোশাক থেকে পেনের কালির দাগও দূর করে দিতে পারে। কালি লাগা অংশে খানিকটা রিমুভার ভাল করে ঘষে নিলেই দাগ উঠে যাবে।
বেশি পরিমাণে লেবুর রস দিয়েও দাগ দূর করা যায়। এ ক্ষেত্রে দাগের স্থানে লেবুর রস দিয়ে কিছুক্ষণ রেখে দিন। শুকিয়ে গেলে ঘষে দাগ তুলে ফেলুন। একবারে না উঠলে একইভাবে কয়েকবার করতে পারেন।
হেয়ার স্প্রে দিয়ে পোশাক থেকে কলমের কালি দূর করা যায় সহজেই। কালির দাগের উপর কিছু ক্ষণ হেয়ার স্প্রে করে নিন। তার পর ব্রাশের সাহায্য ঘষে নিলেই উঠে যাবে দাগ।
দুই চা-চামচ ভিনেগারের সঙ্গে তিন চা-চামচ কর্নস্টার্চ মিশিয়ে পেস্ট তৈরি করে কালির স্থানে ভিনেগারের পেস্ট লাগাতে হবে।
যেখানে দাগ লেগেছে জামায়, সেখানে ভাল করে স্যানিটাইজার স্প্রে করে ৩ মিনিট চুপচাপ বসে থাকুন। এর পর একটা পেপার টাওয়েল দিয়ে জায়গাটা মুছলেই দেখবেন কালির দাগ উঠে আসছে।
পোশাক থেকে পেনের কালির দাগ তুলতে নুন বেশ কার্যকরী। পোশাকের যে অংশে কালি লেগেছে সেই জায়গায় নুন মাখিয়ে রাখুন। তার পর ব্রাশ দিয়ে ঘষলেই দাগ উঠে যাওয়ার কথা।