11 JULY, 2024
BY- Aajtak Bangla
বর্ষায় ঘরে পোকামাকড় আসবে না, রাখুন এই ৪ গাছ
বর্ষাকালে পোকামাকড়ের উপদ্রব বেড়ে যায়। সেই সঙ্গে মাঝে মাঝে সাপের মতো বিষাক্ত প্রাণী ঘরে ঢুকে পড়ে। ফলে সমস্যা হতে পারে।
তবে কিছু গাছ রয়েছে, যা বাড়িতে রাখলে এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
আজ আমরা তেমনই কিছু গাছের কথা বলব, যেগুলো ঘরে রাখলে পোকামাকড় ঘর থেকে দূরে থাকবে।
তুলসী গাছের তীব্র গন্ধ থাকে, যার কারণে সাপ বা অন্য পোকামাকড় ঘরে আসে না।
ল্যাভেন্ডার উদ্ভিদ একটি শক্তিশালী গন্ধ আছে, যা পোকামাকড় দূরে রাখে। আপনি সহজেই একটি পাত্রে ল্যাভেন্ডার গাছ লাগাতে পারেন।
লেমনগ্রাস গাছের গন্ধ লেবুর মতো, যা পোকামাকড় তাড়িয়ে দেয়।
স্নেক প্ল্যান্টের একটি অনন্য গন্ধ রয়েছে, যা পোকামাকড়কে দূরে রাখতে সাহায্য করে।
বর্ষা শুরু হয়ে গিয়েছে নানা প্রান্তে। তাই আজই ঘরে নিয়ে আসুন এই গাছগুলি। এতে যেমন পোকামাকড় থেকে মুক্তি পাবেন, তেমনই লাগবে না কোনও রাসায়নিক
Related Stories
এই মাছ খেলেই কমবে বয়স, জেনে নিন
বাড়ি থেকে নারকেল গাছ দেখা যায়? ভাগ্যে কী হবে জানুন
খাবার আগে ভুলেও গরম করবেন না এই ৩ খাবার
রোজ ডিম খেলে যা হয়, কল্পনাও করতে পারবেন না