27 SEPTEMBER, 2024

BY- Aajtak Bangla

জীবনে সফল হতে চান? সাইঁবাবার এই ৭ কথা সবসময় মাথায় রাখুন

সাঁইবাবাকে অনেকেই ঈশ্বরের অবতার হিসেবে মনে করেন। তাঁর দেখানো পথে হেঁটে জীবন বদলে গিয়েছে অনেকেরই।

মহারাষ্ট্রের শিরডিতে জন্মগ্রহণ করেছিলেন তিনি। তাঁর জন্মস্থানে নির্মিত সাঁইবাবার মন্দির দর্শন করতে সারাবছর অগণিত ভক্ত ছুটে যান।

=

সাঁইবাবা তাঁর ভক্তদের উদ্দেশ্য যে উপদেশ দিয়ে গিয়েছেন তা সঠিক ভাবে মেনে চলতে পারলে জীবনে কোনও দুঃখ কষ্ট ও সমস্যা আপনাকে স্পর্শ করতে পারবে না।

তিনি তাঁর ভক্তদের এমন কিছু উপদেশ দিয়েছেন যা মেনে চলতে পারলে জীবনে সাফল্য লাভ করা সম্ভব হয়।

পৃথিবীতে কেবল একটিই জাতি আছে, তা হল মনুষত্ব। একটিই ধর্ম আছে, তা হল ভালোবাসা এবং একটিই ভাষা আছে, তা হল হৃদয়ের ভাষা।

কোনও কথা বলার আগে নিজেকে জিজ্ঞেস করে নিন, যে এই বাক্যে কেউ আঘাত পাবে না তো? এটা সত্যি কথা তো? এই কথাটা বলার আদৌ কি কোনও প্রয়োজন আছে?

সবাইকে ভালোবাসো, সব সময় সাহায্য কর। কাউকে কখনোও আঘাত কোরো না। টি।

একে অন্যকে ভালোবাসো ও একে অন্যকে সাহায্য করো। এভাবে ভালোবাসা ছড়িয়ে দাও সর্বত্র। সব দুঃখ কষ্ট ভুলিয়ে দেওয়ার ক্ষমতা আছে ভালোবাসার মধ্যে।

 ক্রোধ, ইগো এবং ঈর্ষা হল সবথেকে ক্ষতিকর তিন অসুখ। নিজেকে এই তিন অসুখের থেকে দূরে রাখো।

 তুমি আসলে কোনও একজন মানুষ নও, তুমি তিনটি মানুষের সমাহার। প্রথম - তুমি নিজেকে যা মনে করো, দ্বিতীয় - অন্যে তোমাকে যা মনে করে এবং তৃতীয় - তুমি সত্যি সত্যিই আসলে যা।

 কঠোর পরিশ্রম করে আমরা যা অর্জন করি, শুধুমাত্র সেই সাফল্যই আমাদের সঙ্গে দীর্ঘক্ষণ থাকে।