05 July, 2024

BY- Aajtak Bangla

৫ মিনিটে কালো রং মুছে উপচে পড়বে গ্ল্য়ামার, গোপন টিপস কেউ খোলসা করবে না

গরমের সময় ঘামের সঙ্গে বাইরের ধুলো ময়লা মুখে এসে চিপকে যায়। যাতে মুখ কালো লাগে। শুধু মুখই নয় শরীরের কিছু অংশ কালো হয়ে যায়। 

দিনের পর দিন এমন হতে হতে, কেমন যেন জেল্লাহীন, কালো দেখায় মুখ, হাত, শরীরের খোলা জায়গাগুলি।

কিন্তু অজ্ঞতার কারণে আমরা মনে করি এভাবেই বোধহয় থাকতে হবে। সাধারণ ফেশওয়াশ, সাবান ঘষে কোনও কাজ হবে না।

কালো হয়ে যাওয়া জায়গাগুলিকে ফের জেল্লা ফিরিয়ে উজ্জল-চকচকে করার গোপন উপায় জেনে নিন।

কালো হয়ে যাওয়া জায়গায় টক দইয়ের সঙ্গে হলুদ মিশিয়ে সেই মিশ্রণটি কিছুক্ষণ রাখুন। শুকিয়ে যাওয়ার পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

এভাবে কয়েক দিন করলেই দেখবেন কালো দাগ অনেকটা গায়েব হয়ে যাবে। চলুন জেনে নিই ব্যবহারের নিয়ম।

এক কাপ টক দইয়ের সঙ্গে এক টেবিল চামচ পাতিলেবুর রস মিশিয়ে মুখে মাখতে পারেন। এটি খুব ভালো ক্লিনজারের কাজ করে। 

এ ছাড়া আধ কাপ দইয়ে আধা চা চামচ মধু ভালো করে মিশিয়ে মুখ, কপাল ও গলায় লাগিয়ে নিন।

ভালো করে ঘষে ২ থেকে ৩ মিনিট পর পানি দিয়ে ধুয়ে নিন। দেখবেন আপনার ত্বক অনেক বেশি পরিষ্কার দেখাবে।

এক পাত্রে টক দই, এক চামচ নারকেল তেল আর এক চামচ গ্লিসারিন ও ১টি ভিটামিন-ই ক্যাপসুল মিশিয়ে গোটা মুখে ম্যাসাজ করুন। খানিকক্ষণ পর ধুয়ে ফেলুন।

একটি পাত্রে এক চামচ টক দই আর এক চামচ মধু ভালো করে মিশিয়ে নিন। এরপর সেটা ভালো করে মুখে মেখে নিতে হবে।  তারপর ঠান্ডা ল দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে।