9 may, 2024

BY- Aajtak Bangla

কম্পিউটারের মতো সুপার ব্রেন হয় এই ব্লাড গ্রুপের

ব্লাড গ্রুপের ওপরে মানুষের আচরণ, ব্যক্তিত্ব নির্ভর করে। কারও ব্লাড গ্রুপ ঠিক করে দেয় সে কতটা বুদ্ধিমান। আসলে ব্লাড গ্রুপ মানুষের মস্তিষ্ককেও নিয়ন্ত্রণ করে অনেকখানি। 

ফলে কোনও ব্লাড গ্রুপের লোকেরা বেশি বুদ্ধিমান হন আবার অনেকে কম। আসুন জেনে নিই কোন রক্তের গ্রুপের লোকেরা সবথেকে বেশি বুদ্ধিমান হয়ে থাকেন। 

সাধারণত এবি পজেটিভ, এবি নেগেটিভ, ও পজেটিভ, ও নেগেটিভ, এ পজেটিভ, এ নেগেটিভ, বি পজেটিভ এবং বি নেগেটিভ, এই ৮ ধরনের রক্তের গ্রুপ থাকে।

সবচেয়ে তীক্ষ্ম ব্রেনের অধিকারী হন বি পজেটিভ গ্রুপের মানুষ। এরা যে কোনও সিদ্ধান্ত দ্রুত ও ক্ষিপ্রতার সঙ্গে নিতে পারেন। 

বি পজেটিভ গ্রুপের মানুষদের চিন্তাশক্তি অন্যদের তুলনায় অনেক বেশি ও প্রখর হয়। এরা দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন। 

জাপানি বিজ্ঞানীদের মতে, বুদ্ধির তালিকায় 'ও' পজেটিভ গ্রুপের লোকেরা সবার আগে রয়েছে। তবে এরা সিদ্ধান্ত দেরিতে নেন। নিজেকে সময় দিতে চান। 

ও পজেটিভ গ্রুপের মানুষের রক্ত সঞ্চালনা অন্যদের তুলনায় ভালো হয়। এমন মানুষদের মস্তিষ্কে সেরিব্রাম বেশি সক্রিয় থাকে।

O নেগেটিভ ব্লাড গ্রুপ সম্পর্কে বলা হয়, এরা কখনই রাগ করে না। এরা খুবই শান্ত প্রকৃতির হন। এই ব্যক্তিরা অন্যদের অনেক সম্মান করেন এবং তাঁদের আশেপাশের মানুষকে খুশি রাখেন।