5 July, 2024
BY- Aajtak Bangla
ভাইবোন একই মায়ের সন্তান হলেও তাঁরা এক হয় না। বুদ্ধির ফারাক আছে।
বাড়ির বড় না ছোট বা মেজো, কোন ছেলে বা মেয়ের বুদ্ধি বেশি, এটা অনেকেই জানেন না।
বুদ্ধি কার বেশি হয়। এই নিয়েই একটি চুলচেরা গবেষণা হয়ে গিয়েছে। কী বলছে গবেষণার ফল
ওই গবেষণার মতে, ওজন কম থাকা ব্যক্তিরা বেশি বুদ্ধিমান হন।
আবার উচ্চতাও বুদ্ধির ক্ষেত্রে প্রভাব ফেলে। বেঁটে মানুষ বেশি বুদ্ধিমান হন।
দারুণ গান গাইতে পারেন যাঁরা, তাঁরাও অন্যদের চেয়ে প্রখর বুদ্ধির অধিকারী হন।
আবার যাঁরা তাড়াতাড়ি রেগে যান, তাঁরা অনেকের কাছে অপ্রিয়। কিন্তু বুদ্ধিতে তাঁরা হন বৃহস্পতি।
বাড়ির বড় ছেলে বা মেয়ে বেশি বুদ্ধিমান হন। ছোটটির চেয়ে বেশি মগজাস্ত্র চালান।
তেমনই গবেষণা বলছে, অগোছালো লোকেদের ঘটেই থাকে বেশি বুদ্ধি। তাঁরা খুব তীক্ষ্ণ মাথার হন।
আবার ডান হাতে কাজ করা ব্যক্তিদের চেয়ে বাঁ-হাতিরা বেশি বুদ্ধি ধরেন।