1 June, 2023

BY- Aajtak Bangla

নাগা সাধু কারা? জানুন তাঁদের সম্পর্কে রহস্যময় তথ্য

সনাতন ধর্মে ঋষি ও সাধুদের ভগবান লাভের মাধ্যম হিসেবে বিবেচনা করা হয়।

তাঁদের পোশাক-পরিচ্ছদ ভিন্ন। তাঁরা সত্য ও ধর্মের পথে চলেন।

সাধারণত সাধু-ঋষিদের লাল, হলুদ বা গেরুয়া রঙের পোশাকে দেখা যায়।

কিন্তু নাগা সাধুরা কখনও পোশাক পরেন না। তীব্র ঠান্ডার মধ্যেও তাঁরা সবসময় নগ্ন থাকেন।

তাঁরা গায়ে ধুনি বা ছাই মেখে ঘুরে বেড়ান।

তাঁরা নিজেদের ঈশ্বরের দূত বলে মনে করেন।

নাগা সাধুরা প্রকৃতি ও প্রাকৃতিক অবস্থাকে গুরুত্ব দেন। এ কারণে তাঁরা পোশাক পরেন না।

নাগা সাধুরা বিশ্বাস করেন যে একজন মানুষ নগ্ন হয়ে জন্মগ্রহণ করে, তার মানে এই অবস্থা স্বাভাবিক।

নাগা সাধুরাও বাহ্যিক জিনিসকে আড়ম্বরপূর্ণ মনে করেন।