BY- Aajtak Bangla

পৃথিবীতে কতজন মানুষ বাংলায় কথা বলেন? অবাক করবে উত্তর

21st February, 2025

আজ ২১ ফেব্রুয়ারি, ভাষা দিবস। আর প্রত্যেকের কাছেই তাঁর ভাষা সবচেয়ে প্রিয়।

গোটা বিশ্ব জুড়ে না জানি কত ধরনের ভাষা রয়েছে আর মানুষ সেই সব ভাষায় কথা বলে থাকেন।

বাংলা, হিন্দি, গুজরাতি, উর্দু, জাপানি, স্প্যানিশ, ফরাসি, ল্যাটিন, চিনা, তামিল, তেলেগু, অসমিয়া সহ একাধিক ভাষার বৈচিত্র্য।

তবে এইসব ভাষার মধ্যে বাংলা ভাষা তার নিজস্ব জায়গা করে নিয়েছে।

গোটা বিশ্বে এই বাংলা ভাষার মতো মিষ্টি ভাষা আর দুটো নেই।

প্রতি বছর উদযাপিত মাতৃভাষা দিবস। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিজের ভাষা, ভাষা আন্দোলনকে স্মরণের দিন।

আচ্ছা, বলুন তো পৃথিবীতে কতজন মানুষ বাংলা ভাষায় কথা বলেন?

এই প্রশ্নের উত্তর অনেকের কাছেই অজানা।

পৃথিবীতে প্রায় ২৮.৫ কোটিরও বেশি লোক বাংলা ভাষায় কথা বলে।

এদের মধ্যে বাংলাদেশে প্রায় ১০ কোটি বাংলা ভাষাভাষী। ভারতে প্রায় ৮ কোটি ৫০ লক্ষ লোক বাংলা ভাষায় কথা বলে। তবে এই সংখ্যা কিন্তু ক্রমশ বাড়ছে।