30 August,, 2024
BY- Aajtak Bangla
12th Fail সিনেমাটি মনোজ শর্মার উপর নির্ভর। তাঁর থেকে শিখে পারেন নতুন মা-বাবারাও।
এই ছবির মনোজের থেকে শেখার আছে। যা সন্তানকে শেখাতে পারলে সে-ও বড় হয়ে সফল হবে। জেনে নিন
নম্বর যোগ্যতা নয়- মনোজ শর্মা স্কুলের পড়াশোনায় ভালো ছিল না। কিন্তু সে হাল ছাড়েনি। দ্বাদশে ফেল করেছিলেন।
সেই মনোজই পাশ করে UPSC। তাই স্কুলের নম্বর ছাত্রছাত্রীর যোগ্যতা নয়। ছেলেমেয়ের উপর ভরসা রাখুন।
ব্যর্থতা ভোলা- ব্যর্থতা ভুলে সামনের দিকে এগিয়ে যেতে হবে। পড়াশোনা সাফল্য ঠিক করে না। ব্যর্থতা থেকে শিক্ষা নিতে শেখান।
প্রতিটি মানুষের অনন্য প্রতিভা এবং শক্তি রয়েছে যা নম্বর দিয়ে মাপা যায় না। ব্যর্থতাকে বৃদ্ধির সুযোগ হিসেবে দেখুন। এবং এগিয়ে যান।
নিজেকে ছোট ভাববেন না- নিজেকে কখনও ছোট ভাবা উচিত নয়। সন্তানকে আত্মবিশ্বাসী করে তুলুন।
সমর্থন-মনোজের পাশে দাঁড়িয়েছিলেন শ্রদ্ধা। তেমনই সন্তানের পাশে দাঁড়ান। লড়াইয়ে কখনও হাত ছাড়বেন না।
উচ্চাকাঙ্ক্ষী- মনোজ শর্মা উচ্চাকাঙ্ক্ষী। স্বপ্নকে চুরমার হতে দেননি। তার জন্য সব কিছু করেছেন। জীবনে কখনও আশা ছাড়বেন না।
মনোজ কষ্ট করেও টিউশন ফি জোগাড় করেছেন। শতকষ্টেও সন্তানকে লক্ষ্যের প্রতি নিবেদিত হতে শেখান।