31 May, 2024

BY- Aajtak Bangla

v

রোজ আয়রন করা জামা পড়েন? ইস্তির যত্ন নিন এভাবে

ভালো করে ইস্তিরি করা পোশাক পরলে আত্মবিশ্বাস বেড়ে যায় অনেকখানি, সেই ইস্তিরিরও সঠিক যত্নের প্রয়োজন।

কাপড় ইস্তিরি করার আগে প্রথম যে বিষয়ের দিকে খেয়াল রাখতে হয় তা হলো, সুতি, সিল্ক, জর্জেট, লিনেন; অর্থাৎ কোন ধরনের কাপড় ইস্তিরি করা হবে। 

কাপড় ইস্তিরির সময় যন্ত্রের ভেতর বাষ্প তৈরির জন্য জল ব্যবহার করলে কাজ শেষ হয়ে যাওয়ার পরপরই বেঁচে যাওয়া জল ঢেলে ফেলে দিতে হবে। 

যন্ত্রের ভেতরের জল দানাদার পাথরের মতো হয়ে গেলে বৈদ্যুতিক লাইন খুলে, খানিকটা সাদা ভিনেগার ঢেলে কিছু সময় রেখে সাধারণ জল দিয়ে পরিষ্কার করে নিন। 

কাপড় ইস্তিরি করার কারণে সোল প্লেটে অনেক সময় পোড়া দাগ জমে কালো হয়ে যায়। 

এমন হলে কাপড়ে ভিনেগার নিয়ে ঘষে ঘষে মুছে নিতে হবে 

কাপড় ইস্তিরির সময় ঠিকমতো বাষ্প বের না হলে বা গরম না হলে আয়রন প্লেটের গায়ে যেসব ছিদ্র থাকে, দেখতে হবে সেগুলো বন্ধ হয়ে গিয়েছে কি না।

বন্ধ হয়ে থাকলে একটি ক্লিপ বা অন্য কিছু নিয়ে সাবধানে খুঁচিয়ে পোর্ট বা ছিদ্রের মুখগুলো পরিষ্কার করে নিতে হবে।

এমন হলে আয়রনের ধাতব অংশে আলতো করে টুথপেস্ট লাগিয়ে ধীরে ধীরে ঘষতে থাকুন।

নেইলপলিশ রিমুভার দিয়ে ঘষলেও ইস্তিরির কালো দাগ উঠে যাবে।