7th March, 2025
BY- Aajtak Bangla
চুলে চিরুনি দিতেই মুঠো মুঠো চুল পড়ছে। অথচ কেন চুল পড়ছে তা ভেবে পাচ্ছেন না।
চুল পড়া কমাতে তেল, শ্যাম্পু, স্পা কত কিছুই করছেন কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না।
আচ্ছা ভেবে দেখুন তো সমস্যা চুল আঁচড়ানোতে নেই তো?
অনেকেই তাড়াহুড়োর সময় চুল শোকানোর সময় পান না। আর ভেজা চুল আঁচড়ে বা বেঁধে বেড়িয়ে পড়েন। ।
কিন্তু এই অভ্যাস মোটেও ভাল নয়। এমন বেশ কিছু বিষয় রয়েছে যা চুল ভিজে অবস্থায় একদমই করা উচিত নয়। চুলের যত্নে এই ছোট ছোট ভুলগুলোই চুলের ক্ষতি বাড়িয়ে তোলে।
এ কথা আমরা প্রায়ই শুনে থাকি যে ভিজে অবস্থায় ভুল আঁচড়ানো উচিত নয়। কিন্তু ব্যস্ততার খাতিরে ভিজে অবস্থায় চুল আঁচড়াতে হয়।
ছেলেদের মধ্যে এই অভ্যাস বেশি দেখা যায়। কিন্তু বিশেষজ্ঞদের মতে, ভিজে অবস্থায় চুল আঁচড়ালে চুল পড়ার সম্ভাবনা বেড়ে যায়।
আসলে ভিজে অবস্থায় চুলের গোড়া নরম থাকে। ভিজে অবস্থায় চুল তুলনামূলক দুর্বল থাকে।
এই অবস্থায় চুল আঁচড়ালে চুল পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে।
এছাড়াও ভিজে অবস্থায় চুল আঁচড়ালে ফ্রিজি হেয়ারের সমস্যা দেখা দেয়। এই কারণে ভিজে চুল প্রথমে শুকিয়ে নেওয়া দরকার। তারপর চুলে চিরুনি ব্যবহার করুন।