2 February, 2025
BY- Aajtak Bangla
এককালে বিয়ের আগে ছেলে আর মেয়ে গভীর সম্পর্কে জড়াতেন না। এখন জমানা বদলেছে। বিয়ের আগে পরস্পরের শরীরকে জানা কি ভালো না খারপ।
বিয়ের আগে ঘনিষ্ঠ মেলামেশা এখন খুব স্বাভাবিক। বিশেষ করে বড় শহরগুলিতে। অনেকে লিভ-ইন করেন।
পছন্দ-অপছন্দ বোঝা- বিয়ের আগে ঘনিষ্ঠতা থাকলে পরস্পরের বোঝা যায়। স্বাস্থ্যের হালও জানা যায়।
পার্টনার আপনার পছন্দকে কতটা গুরুত্ব দেন সেটাও জানা যায়। দূর হয় নিরাপত্তাহীনতা। বাড়ে প্রেম।
ঘনিষ্ঠতা ভালোবাসা নিয়ে সকলের আলাদা চাহিদা আলাদা। কেউ বন্য হতে চান, কেউ কোমল প্রেম চান। সঙ্গীর সুখ কীসে সেটা বোঝা যায়।
ফায়দা যদি থাকে বিপদও আছে। যেমন গর্ভবতী হয়ে পড়তে পারেন মহিলা। তখন ছেলেটি বিয়ে করতে চাইলে সমস্যা হতে পারে।
বাজারের কোনও ওষুধই ১০০% নিশ্চয়তা দেয় না। অন্তঃসত্ত্বা হলে মহিলার জন্য বিপদ হতে পারে। সমাজের চোখে এখনও এটা পাপ।
গভীর ভালোবাসার পর ছেলে বা মেয়ে সন্তুষ্ট না হলে সমস্যা হতে পারে। কারণ তখন সম্পর্ক ভাঙতে মন চাইলেও সম্ভব হয়ে ওঠে না।
অন্য কোনও কারণে ব্রেক আপ হলেও এই স্মৃতি মনে থেকে যায়। যা পরে পীড়া দিতে পারে। পরবর্তী সম্পর্কে যাওয়ার ক্ষেত্রেও বাধা হতে পারে।
বিয়ের আগে ঘনিষ্ঠতা করে অনেক পুরুষই প্রতারণা করে। কেউ কেউ ব্ল্যাকমেলও করে। ফলে মেয়েটি তখন বিপদে পড়ে।