4 NOVEMBER, 2024

BY- Aajtak Bangla

রাস্তায় টাকা-কয়েন কুড়িয়ে পাওয়া কি শুভ?

রাস্তাঘাটে টাকা বা কয়েন মাঝে মাঝেই কুড়িয়ে পাওয়া যায়। তা অনেকে বাড়িও নিয়ে আসেন। 

রাস্তাঘাটে পাওয়া সেই টাকা-পয়সা অনেকে পকেটে ভরে বাড়ি নিয়ে আসেন বা খরচ করেন। 

কিন্তু টাকা-পয়সা রাস্তায় কুড়িয়ে পেলে তা কি বাড়িতে আনা বা ব্যবহার করা শুভ? আসুন জানি। 

রাস্তায় টাকা কুড়িয়ে পাওয়া এবং কয়েন কুড়িয়ে পাওয়ার অর্থ কিন্তু আলাদা। এদের তাৎপর্য অন্যরকম। 

রাস্তায় টাকা বা কয়েন কুড়িয়ে পাওয়া সব সময় শুভ। এই কয়েন ব্যবহার না করে বাড়িতে রাখতে পারেন। 

তাহলে আপনার জীবনে শ্রীবৃদ্ধি হবে। আপনার দেনা মিটবে। টাকা আয় করতে পারবেন। 

বাড়ি থেকে বেরোনোর সময় যদি কয়েন বা টাকা কুড়িয়ে পান তাহলে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। 

মনে করা হয়, শুভ কাজের সময় টাকা বা কয়েন কুড়িয়ে পেলে জীবনে সেই কাজ সফল হয়। 

অনেকে আবার রাস্তায় কিছু কুড়িয়ে পেলে তা দান করে দেন বা মন্দিরে দেন। সেটাও করতে পারেন। তাতেও সুফল পাবেন।