12 JUNE, 2023

BY- Aajtak Bangla

সকালে ব্রাশ না করেই জল খান, এটা স্বাস্থ্যকর তো?

শরীর সুস্থ রাখতে দিনে ২ থেকে ৪ লিটার জল পান করতে বলা হয়ে থাকে।

বিশেষজ্ঞদের মতে, সকালে প্রত্যেকেরই বেশি করে জল খাওয়া উচিত।

অনেকেই আছেন যারা ব্রাশ করার আগেই ঘুম থেকে উঠে জল খান।

খালি পেটে এই জল খাওয়া কতটা স্বাস্থ্যসম্মত জেনে নিন।

এটি ইমিউন সিস্টেমের উপকার করে। বিশেষ করে যারা ঠান্ডা ও সাধারণ ফ্লুতে বেশি ভোগেন।

দাঁত ব্রাশ না করে খালি পেটে পান করলে স্বাস্থ্যকর ও উজ্জ্বল ত্বক পেতে সাহায্য করে।

কোষ্ঠকাঠিন্য , মুখের ঘা ইত্যাদি হজমের সমস্যায় ভোগেন যাঁরা, তাঁদের জন্য খালি পেটে জল পান করা খুবই উপকারী।

উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের রোগীরা প্রতিদিন সকালে জল পান করলে উপকার পাবেন।

এই অভ্যাসের কারণে মুখের মধ্যে ব্যাকটেরিয়া জমতে বাধা দেয়। মুখের ভিতের নানান রকম সংক্রমণ হ্রাসের প্রবণতা পায়।