16th October, 2024
BY- Aajtak Bangla
এমনিই প্রেম-ভালোবাসাকে বাঁকা নজরে দেখা হয়। আবার সেই প্রেম যদি হয় মাঝ বয়সে তাহলে তো কথার শেষ নেই।
যে কারণে অনেকেই এই বয়সে প্রেমে পড়লে তা আড়াল করার চেষ্টা করে।
এটা স্পষ্ট প্রমাণিত যে মাঝ বয়সে অনেকেরই প্রেমে পড়ার প্রবণতা অনেক বেড়ে যায়। কেউ কেউ তো এই বয়সের প্রেমকে অনৈতিকও বলে থাকেন।
কিন্তু মাঝ বয়সের প্রেম কি আদৌও ভাল, আসুন জেনে নেওয়া যাক।
মানুষের মাঝ বয়সে বা যৌবনের শেষ পর্যায়ে কিছু শারীরিক ও মানসিক পরিবর্তন হয়ে থাকে। সেই সঙ্গে হরমোনজনিত কিছু পরিবর্তনও হয়ে থাকে। ।
এই সময় অনেকে নতুন কিছু করার জন্য মরিয়া হয়ে উঠেন। বিশ্বের অনেক দেশে এই সমস্যাকে ‘মিডল এজ ক্রাইসিস’ও বলে থাকে।
ফলে দেখা যায়, কেউ কেউ গোপনে অন্য কারও সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। এমনকি পরকীয়া সম্পর্কেও জড়ান অনেকে।
এক্ষেত্রে অবিবাহিত মাঝ বয়সীদের মাঝে খুব একটা সমস্যা দেখা যায় না। তবে বিবাহিতদের জীবনে ঠিকই এর কুপ্রভাব পড়ে।
মধ্য বয়সে প্রেম কিন্তু খারাপ নয়। একইভাবে ডিভোর্সি নারী-পুরুষ বা অল্প বয়সে বিধবাদের ক্ষেত্রেও এই প্রেম খারাপ কিছু নয়।
এই প্রেমের ফলে নতুন করে তারা জীবনের অর্থ খুঁজে পায়। যৌবনের শুরুতে এবং যৌবনের শেষ দিকে মানুষের মধ্যে যৌন চাহিদা প্রবল বৃদ্ধি পায়।
যে কারণে মাঝ বয়সে যৌবনের শেষ মুহূর্তে মানুষ কারণে-অকারণে প্রেমে আসক্ত হয়ে পড়ে।