1 DEC 2025
BY- Aajtak Bangla
ত্বকের জ্বালাপোড়া কমাতে অ্যালোভেরা জেল মুখে লাগান অনেকেই। এর জন্য অনেক সময়েই অ্যালোভেরা গাছের পাতা থেকেই ফ্রেশ রস বের করে নেওয়া হয়। এই ভাবে অ্যালোভেরা লাগানো কি সত্যিই উপকারী?
কোনও কাটা বা পোড়া জায়গায় জ্বালা কমাতে হোক বা ব্রণ সারাতে, অ্যালোভেরার জবাব নেই। গাছের অ্যালোভেরা কেটে লাগালেই কেল্লাফতে।
অ্যালোভেরা জেলে রয়েছে নানা ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট ও খনিজ। রয়েছে অ্যান্টিইনফ্লেমেটরি ও অ্যান্টিব্যাকটেরিয়াল ধর্ম।
অ্যালোভেরা জেলে রয়েছে পলিস্যাকারাইডস ও গ্লাইকোপ্রোটিন। এগুলি ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে। মিলিয়ে যায় ত্বকের লালচে ভাব।
তাই রুক্ষ-শুষ্ক ত্বকে অ্যালোভেরা জেল লাগালে নিমেষে আর্দ্রতা ফিরে আসে। অ্যালোভেরা জেলে অ্যালোইন নামক এক উপাদান উপস্থিত। এর গুণে ধীরে ধীরে সান ট্যান হালকা হয়।
বাড়ির গাছের অ্যালোভেরা থেকে রস বের করে সরাসরি মুখে মাখাই যায়। তাতে যে সবসময় ক্ষতি হবে, এমনটা নয়। তবে এক্ষেত্রে কিছু সতর্কতা মেনে চলতে হয়।
অ্যালোভেরা পাতার খোসার একদম নীচেই একটা হলুদ রঙের ল্যাটেক্স পাওয়া যায়। এটি কারও কারও ত্বকে ব়্যাশের কারণ হতে পারে।