11 December, 2023

BY- Aajtak Bangla

পেটে গ্যাস হলে কি মাথায় ব্যাথা হয়?

পেটে গ্যাস হলে কি মাথায় ব্যাথা হয়?

১০ জনের মধ্যে ৭ জনেরই মাথা ব্যাথা হয়। কিন্তু মাথা ব্যাথার নানা কারণ থাকতে পারে।

অনেকে বলেন, পেটে গ্যাস হলে তা থেকে মাথা যন্ত্রণা হয়। 

পেটে গ্যাস হলে কি মাথা ব্যাথা হয়? এর পিছনে চিকিৎসাগত সত্যতা আছে?

বিশেষজ্ঞদের কথায়, অনেকক্ষণ না খেয়ে উপোস করে থাকলে তার থেকে মাথা ব্যাথা হতে পারে।

সেই সঙ্গে পর্যাপ্ত জল পান না করলেও মাথা ব্যথা হতে পারে। 

এদিকে অনেকক্ষণ না খেলে, জল পান না করলে গ্যাসের সমস্যা হয়ে থাকে। 

অর্থাৎ সেই একই কারণেই গ্যাসের সমস্যা ও মাথা যন্ত্রণা হয়।

ফলে মাথা ব্যথা এড়াতে হলে বেশিক্ষণ পেট খালি রাখা একেবারেই চলবে না। 

একইভাবে, পর্যাপ্ত জল পান করতে হবে। না হলেই মাইগ্রেনের সমস্যা বাড়তে পারে।