BY- Aajtak Bangla
21 April, 2025
সাপ দেখলেই ভয়ে সিঁটিয়ে থাকেন সবাই। সামনে সাপ আসা মাত্রই শিউরে ওঠেন সকলে।
তবে বাস্তু বা জ্যোতিষ মতে সাপ কিন্তু অনেক সময় শুভ ও অশুভ ইঙ্গিত করে থাকেন।
অনেকেই যদিও এই বিষয়টি নিয়ে অতটা ভাবিত নয়। আবার অনেকে এই শুভ-অশুভ বিষয়টাকে গুরুত্ব দেয়।
রাস্তায় বা ঝোপে ঝাড়ে অনেক সময়ই জোড়া সাপের দর্শন মেলে।
আসলে রতিক্রিয়া করার সময়ই জোড়া সাপ দেখা যায়।
আর সেটা আপনার চোখে পড়লে সেটা কতটা শুভ বা কীসের ইঙ্গিত দিচ্ছে আসুন জেনে নিন।
জ্যোতিষ মতে, রাস্তায় জোড়া সাপ দেখা বিবাহিত দম্পতিদের জন্য ভাল। এটি সুখী সম্পর্কের ইঙ্গিত দেয়।
রতিক্রিয়া অবস্থায় সাপ দেখা আপনার জীবনে নতুন অভিজ্ঞতা, সম্পর্ক, বা পরিবর্তন আসার সংকেত দিতে পারে।
যদি স্বপ্নে জোড়া সাপ দেখা যায়, তবে তা শুভ হতে পারে। কিছু বিশ্বাস অনুযায়ী স্বপ্নে জোড়া সাপ দেখা ভালো কিছু পাওয়ার সম্ভাবনা নির্দেশ করে।