BY- Aajtak Bangla
সাম্প্রতিক সময়ে বাড়ির টয়লেট বা কমোডে সাপ ঢুকে পড়ার ঘটনা বেড়েই চলেছে। বিশেষ করে বর্ষাকালে বা নিকাশি ব্যবস্থায় সমস্যা থাকলে এই ঝুঁকি আরও বাড়ে।
সাপ ঢুকেছে কিনা বোঝার ১০টি লক্ষণ
=
কমোডে বা টয়লেট বেসিনে অস্বাভাবিক ছোঁ-ছোঁ শব্দ
সাপ চলাচলের সময় কাচ বা সিরামিকের সঙ্গে ঘর্ষণে শব্দ হতে পারে।
কমোডের ভেতরে অচেনা চকচকে জিনিস দেখা
জলের গতি অস্বাভাবিক বা কমে যাওয়া
সাপের শরীর থেকে এক ধরনের মাটি-মাটি গন্ধ বেরোয়।
টয়লেটের ভেতর বা চারপাশে সাপের দাগ, গা ঘষার চিহ্ন
অনেক সময় সাপ কমোডে বসে থাকলে শরীরে ঠান্ডা স্পর্শ লাগে।