BY- Aajtak Bangla
23 June, 2024
সাপ প্রাণীটি কম বেশি সব মানুষের কাছেই বেশ ভয়ের।
ছোটো থেকে সাপ সম্পর্কে নানা কুসংস্কার এবং গল্পকথা শুনে শুনে বেশিরভাগেরই ধারণা হয় যে সাপ মাত্রই বিষাক্ত।
তবে সাপ খুব নিরীহ প্রাণী। সে শুনতে পায় না। তার চোখের দৃষ্টিও খুব ঘোলাটে। মাটির কম্পন থেকে সে অনুভব করতে পারে।
সে এতই ভীতু হয় যে সামনের যেকোনও প্রাণীকেই নিজের শত্রুভাবে। ফলে নিজের প্রাণ বাঁচাতে তাঁকে আক্রমণ করে ফেলে।
তবে সাপ কামড়ালেই যে বিষক্রিয়া হবে তার কোনও মানে নেই। কারণ বিষহীন সাপের কামড়ে বিশেষ কোনও ক্ষতি হয় না।
অনেক ধরনের সাপেদে মধ্যে একটি সাপ হল বাস্তুশাপ। এটা কি আদৌও কামড়ায়, আসুন জেনে নিই।
সর্প বিশেষজ্ঞদের মতে, বাস্তুশাপ বলে সেভাবে কিছু হয় না। লেজে পা পড়লে সব সাপই কামড়াবে।
সর্প বিশেষজ্ঞরা বলেন যে সাপেদের নির্দিষ্ট থাকার একটা জায়গা আছে। সেখানেই সাপেরা থাকে, সেটাই ওদের বাস্তু জায়গা।
সেই হিসাবে আপনি বলতে পারেন যে সেটা আপনার বাস্তুসাপ। আপনার বাড়ি আশেপাশে ইঁদুর, ব্যাঙ পাচ্ছে খাওয়ার জন্য তাই রয়েছে। তার মানে ওটা আপনার পোষা সাপ নয়।
তাই বাড়িতে ঢুকে আসলে সেই সাপকেও আপনাকে তাড়াতে হবে। তাই বর্ষার সময় কার্বলিক অ্যাসিড বাড়িতেই রাখুন।