13 September, 2023
BY- Aajtak Bangla
ব্যক্তিগতভাবে পর্নোগ্রাফি দেখা কি বেআইনি? অনেকেরই মনে এই প্রশ্ন আসে।
এই বিষয়ে সম্প্রতি কেরল হাইকোর্টে একটি মামলা হয়েছিল। বিষয়টি কী?
কেরলে এক ব্যক্তিকে রাস্তার ধার থেকে গ্রেফতার করেছিল পুলিশ। ওই ব্যক্তির বিরুদ্ধে পর্নোগ্রাফি দেখার জন্য় ফৌজদারি মামলা দায়ের করেছিল।
ব্যক্তিগতভাবে পর্নোগ্রাফি দেখা, অন্যদের সঙ্গে তা শেয়ার না করলে, বা না দেখালে সেটি ভারতীয় দণ্ডবিধির ২৯২ ধারার অধীনে অপরাধ হিসাবে গণ্য হবে না।
অর্থাৎ কেউ চাইলে একা-একা পর্নোগ্রাফি দেখলে সেটা আইনত অপরাধ নয়। বার অ্যান্ড বেঞ্চের এক রিপোর্ট অনুযায়ী মিলেছে এই খবর।
উক্ত মামলায়, রাস্তার ধারে দাঁড়িয়ে ওই ব্যক্তি ফোনে অশ্লীল ভিডিও দেখছিলেন। সেটি দেখতে পাওয়ায় তাঁকে গ্রেফতার করা হয়।
এই অভিযোগ প্রত্যাখ্যান করে, বিচারপতি পিভি কুনহিকৃষ্ণান জানিয়েছেন, এই ধরনের কাজকে অপরাধ হিসাবে ধরা যাবে না। কারণ এটি কোনও নাগরিকের ব্যক্তিগত ইচ্ছা।
ভারতীয় দণ্ডবিধির ২৯২ ধারা অশ্লীল বই এবং কনটেন্টের বিক্রি, বিতরণ এবং দেখানো অপরাধ হিসাবে মনে করা হয়।
রায় ঘোষণার সময়, আদালত স্পষ্ট জানিয়েছে ২৯২ ধারা শুধুমাত্র তখনই প্রযোজ্য হবে, যখন কেউ এই ধরনের কনটেন্টের প্রচার, বিতরণ বা প্রকাশ্যে দেখানোর করার চেষ্টা করবেন।