14 October, 2023

BY- Aajtak Bangla

v

এই ৭ অভ্যাস মেনে  চলেন, তাই রোগে ভোগেন না ইজরায়েলিরা

বিশ্বের কিছু জায়গাকে ব্লু জোন বলা হয়। এখানকার বেশিরভাগ মানুষের শতায়ু হন। ইজরায়েলও এমন একটি দেশ।

ইজরায়েলের মানুষ খুব কম রোগে ভোগেন। তাঁরা প্রচণ্ড বুদ্ধিমান ও শক্তিশালীও হন।

সেখানকার মানুষের দীর্ঘায়ু হওয়ার রহস্য জেনে নিন।

ইজরায়েলের স্বাস্থ্যমন্ত্রক নুন কম খাওয়ার পরামর্শ দেন। অতিরিক্ত নুনে উচ্চ রক্তচাপ হয়। যা হার্ট অ্যাটাক ও স্ট্রোকের প্রধান কারণ।

ইজরায়েলিরা পলিআনস্যাচুরেটেড এবং মনোস্যাচুরেটেড ফ্যাটের খাবার খায়। তা মেলে জলপাই, সয়াবিন, ভুট্টা, তিসির বীজের তেল, অ্যাভোকাডো, আমন্ড ও মাছে।

প্যাকেটে পুষ্টিগুণ দেখে খাবার কেনেন ইজরায়েলিরা। সুস্থ থাকার জন্য যা দরকার।

গোটা শস্যের আটার রুটি খান ইজরায়েলিরা। এতে ফাইবার, ভিটামিন এবং মিনারেল বেশি থাকে।

কম ক্যালোরিযুক্ত খাবার উপকারী। তাই তেল-ঝাল মশালাদার ও মিষ্টি খাবার এড়িয়ে চলুন।

বৃদ্ধ বয়সে মারাত্মক রোগের ঝুঁকি বেশি থাকে। পুষ্টিকর খাবার দীর্ঘস্থায়ী রোগ দূরে রাখে। সজীব থাকে শরীর।

ইজরায়েলিরা আর্মি ট্রেনিং নেন। সেখানকার মানুষ নিয়মিত শরীরচর্চা করেন।