03 April, 2024
BY- Aajtak Bangla
শুধু পরিবেশের সৌন্দর্য বৃদ্ধিই নয়, গাছ আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপরও ইতিবাচক প্রভাব ফেলে। আসুন জেনে নিই, বাড়ির জন্য সেরা ৫টি গাছ ও তাদের উপকারিতা।
১. তুলসি (Holy Basil) বাতাস থেকে ক্ষতিকর টক্সিন দূর করে এবং অক্সিজেন সরবরাহ বাড়ায়। ঠান্ডা, কাশি ও গলা ব্যথা নিরাময়ে সহায়ক। মানসিক চাপ কমিয়ে একাগ্রতা বাড়ায়।
অ্যালোভেরা (Aloe Vera) ত্বক ও চুলের যত্নে অত্যন্ত উপকারী, প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে।
ক্ষত নিরাময়ে সাহায্য করে ও রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বাতাসের ক্ষতিকর রাসায়নিক শোষণ করে ঘরকে দূষণমুক্ত রাখে।
মানি প্ল্যান্ট (Money Plant) বাস্তুবিদ্যার মতে, এটি সৌভাগ্য ও ধনসম্পদ আনতে সাহায্য করে।
বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড ও বিষাক্ত গ্যাস শোষণ করে। সহজে বড় হয় ও কম আলোতেও টিকে থাকে।
নিম গাছ (Neem Tree) বাতাস পরিশুদ্ধ করে ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান সমৃদ্ধ। মশা ও কীটপতঙ্গ প্রতিরোধে সহায়ক। নানা রোগের আয়ুর্বেদিক ওষুধ হিসেবে ব্যবহৃত হয়।