BY- Aajtak Bangla
2 November 2024
আমাদের শরীরের বিভিন্ন অংশে নানা সময়ই চুলকানি হয়। এটা শারীরিক সমস্যাও হতে পারে।
কখনও হাত চুলকায়, আবার কখনও শরীরের অন্য অংশে চুলকায়।
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, চুলকানির আলাদা ব্যাখ্যা রয়েছে। অর্থাৎ, শরীরের চুলকানি নানা ইঙ্গিত দেয়। ।
জ্যোতিষ মতে, শরীরে কোনও অংশে চুলকানি শুভ। আবার কোনও অংশ চুলকালে তা অশুভ। . ।
যদি কারও বুকের কোনও অংশে চুলকানি হয়, তা হলে তা শুভ বলে মনে করা হয়। ।
জ্যোতিষ মতে, বুকের কোনও অংশে চুলকোলে সম্পত্তি লাভ হয়।
পুরুষদের বুকের কোনও অংশে চুলকালে সৌভাগ্য আসে।
আবার মহিলাদের বুক চুলকোলে সন্তান সংক্রান্ত কোনও সমস্যা তৈরি হতে পারে।