7 June 23

BY- Aajtak Bangla

রান্নাঘরেই লুকিয়ে ক্যান্সারের উৎস, দ্রুত সরান এগুলি

মারণ রোগ ক্যান্সার কখন কীভাবে শরীরে বাসা বেধে বসে তা জানা যায় না। ক্যান্সার রোগটি নিয়ে মানুষের মধ্যে রয়েছে ভীতি।

তবে এই ক্যান্সার রোগ হওয়ার উৎস লুকিয়ে গৃহস্থের রান্নাঘরেই। রান্নাঘরে এমন কিছু জিনিস রয়েছে যা অজান্তেই আমাদের শরীরে ক্যান্সারের রোগকে প্রবেশ করাচ্ছে। আসুন জেনে নিই সেগুলি কি।

প্লাস্টিকের বোতলে থাকে বিপিএ (বিসফেনল এ)। যা আপনার শরীরের প্রাকৃতিক হরমোনের ভারসাম্য ও রোগ প্রতিরোধ ক্ষমতার ওপর প্রভাব ফেলে

নন-স্টিক প্যান বেশি তাপমাত্রায় গরম করলে তা থেকে পিফিওএ বের হয়, যা থেকে শরীরে বাসা বাধতে পারে টেস্টিকিউলার, ওভারি ও কিডনিতে ক্যান্সার।

প্রক্রিয়াজাত খাবারে থাকা বিপিএ এবং বিষ আমাদের শরীরে ক্যান্সারকে স্বাগত জানানোর জন্য যথেষ্ট।

সাদা তেল বা রিফাইন্ড অয়েলে থাকা ট্রান্স ফ্যাট স্তন ক্যান্সার ও কোলন ক্যান্সারের ঝুঁকি তৈরি করতে পারে।

প্রসেস মিট কলোরেক্টাল ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে, বিশেষ করে পুরুষদের মধ্যে।

প্লাস্টিকের কাটিং বোর্ডের সূক্ষ্ম প্লাস্টিকের কণা আমাদের খাবারের সঙ্গে শরীরে প্রবেশ করতে পারে।

দুগ্ধজাত খাবার যারা রোজ খায় উল্লেখযোগ্যভাবে তাদের মধ্যে লিভার ও স্তন ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়।

ডায়েট সোডায় বাড়তে পারে ক্যান্সারের ঝুঁকি ১৩ শতাংশ।

বাসন মাজার সাবার ও ডিশওয়াশ থেকেও ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে।